• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

আদমদীঘিতে ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

আদমদীঘি (বগুড়ুা) প্রতিনিধি:

আদমদীঘিতে চেক প্রত্যাখ্যান (এন.অঅই.এ্যাক্ট) মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামরুজ্জামান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও চাঁপাপুর ইউনিয়ন বিএনপি নেতা। গত সোমবার (৬ মে) রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, সাজাপ্রাপ্ত আসামী কামরুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালে বগুড়ার দুপচাঁচিয়া আদালতে ব্যাংক চেক প্রত্যাখ্যান সংক্রান্ত ৭৭সি/২২ (দুপঃ) নম্বর একটি মামলা হয়। ওই মামলায় বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত-২ আসামী কামরুজ্জামানকে সম্প্রতি ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ ৯১ হাজার ৯৩০ টাকা জরিমানার আদেশ দিয়ে রায় দেন। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads